রাজশাহীতে গাড়িচালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আওয়ামী লীগ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
রাজশাহীতে গাড়িচালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ প্রত্যাখ্যান করে যারা যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের সাধুবাদ জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (৬ নভেম্বর) নগরীর কোর্ট স্টেশন মোড়ে অবরোধ বিরোধী প্রতিবাদী অবস্থানের সময় সড়কে চলাচলকারী বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনের ড্রাইভার হেল্পারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহাযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

তারা বলেন, জনগণকে হয়রানি ও অগ্নিসন্ত্রাস বিএনপি-জামায়াত এ ধরনের কর্মসূচি দিয়েছে। কিন্তু বর্তমানে জনগণ স্মার্ট হয়েছে। বিএনপি-জামায়াতের এই নৈরাজ্য তারা মানবে না।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বিএনপি-জামায়াত জনগণের রাজনীতি করে না। তারা জনগণের রাজনীতি করলে এমন কর্মসূচি দিতো না। বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে বাসে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করে। এমনকি তারা প্রশাসনকেও ছাড় দেয় না। পুলিশের এক সদস্যকেও কুপিয়ে হত্যা করেছে তারা। তারা যদি তাদের এই জ্বালাও পোড়াও বন্ধ না করে তাহলে জনগণ চুপ থাকবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।

এসময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক আজিজুল আলম বেন্টু বলেন, বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচী জনগণ মানে না। অবরোধের নামে বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্বক কর্মসূচিতে মেতেছে জনগণ সেটি সহ্য করবে না। আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি তা রাজপথে থেকে মোকাবেলা করবো। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী হবে। আওয়ামী লীগে তাতে অংশগ্রহণ করে আবারো সরকার গঠন করবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে