পবায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সংলাপ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩; সময়: ৩:১৫ অপরাহ্ণ |
পবায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সংলাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক : পবায় নারী অধিকার ও অন্তর্ভুক্তমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ প্রকল্পের আওতায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা বিআরডিবি হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামসুন্নাহার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশন রাজশাহীর এরিয়া কো-অর্ডিনেটর রুহুল আমিন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল ইসলাম প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে