রাজশাহীতে দেশী-বিদেশী অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও শুটারগানসহ মাদক ব্যবসায়ী নাহিদ সুলতান সুপ্ত (২৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সে মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার সালাহ উদ্দিনের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (৬ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর (পূর্বপাড়া) সাকিনস্থ নাহিন সুলতান সুপ্ত (২৩) এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। সেই সংবাদ পাওয়া মাত্রই ধৃনাহিন সুলতান সুপ্ত (২৩) এর বসতবাড়ীতে র্যাবের টিম পৌঁছে ঘেরাও করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল হতে নাহিদ হাসান সুলতানকে আটক করে এবং অপর ১ জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে দৌড়ে রাতের আঁধারে দেয়াল টপকিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।
এসময় তার কছে থেকে ১টি বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান ১টি, ম্যাগজিন ১টি, গুলি ৪ রাউন্ড, চাইনিজ কুড়াল ৪টি, বড় ধারালো ছুরি-৫টিসহ তাকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বসত বাড়িতে অস্ত্র ও বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র থাকার কথা স্বীকার কলে। তার পিসিপিআর যাচাই করে জানা যায় ইতিপূর্বে তার আরও একটি মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় অস্ত্র আইনে মামলার দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ জানায়।