‘গাজা এখন শিশুদের কবরস্থান’
পদ্মাটাইমস ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ব্যাপক বোমা হামলার কারণে গাজা উপত্যকা এখন ‘শিশুদের কবরস্থান’এ পরিণত হয়েছে।
এ পরিস্থিতিতে ইসরাইল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়ে গুতেরেস বলেন, এমন বিপর্যস্ত পরিস্থিতির কারণে প্রতি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে পড়েছে। সোমবার নিউইউর্কে জাতিসংঘ সদরদপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খবর এএফপি’র।
তিনি আরও বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলকে এই অমানবিক ভোগান্তি বন্ধ করতে এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা বাড়াতে হবে। গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি উল্লেখ করে তিনি বলেন, এটি মানবতার সংকট।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গাজায় ১০,২০০ ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরাইল। নিহতদের অধিকাংশই শিশু। এছাড়া ইসরাইলি হামলায় গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ১৫ লাখের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। এদিন ইসরাইলের হামলায় নিহত গণমাধ্যম কর্মীদের জন্য গুতেরেস দুঃখ প্রকাশ করেছেন।
নিউইয়র্কভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’র (সিপিজে) মতে, গেলো এক মাসে ইসরাইল কমপক্ষে ৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে।
আমরা গাজায় আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন প্রত্যক্ষ করছি অভিযোগ করে গুতেরেস বলেন, বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ ছাড়া ইনকিউবেটরে থাকা শিশু এবং লাইফ সাপোর্টে থাকা রোগীরা মারা যাচ্ছে। গাজায় এখন এমন ঘটনাই ঘটছে।
তিনি বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এখনই মানবিক যুদ্ধবিরতি পালন করা জরুরি। এক্ষেত্রে সকল পক্ষের আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।