পুঠিয়ায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং এন্ড শেয়ারিং মিটিং
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং এন্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর ৯ উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যৌন হয়রানি প্রতিরোধে কাজ করছে। কমিটিগুলো গঠনের এক বছরের মাথায় এর সুফলও পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা মুখ খুলছে, প্রতিকারও হচ্ছে।
বেসরকারি সংস্থা ব্র্যাক তাদের অ্যাওয়ারনেস, অ্যাকশন অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইক্যুয়াল অ্যান্ড সেইফ স্পেসেস ফর উইমেন অ্যান্ড গার্লস-অগ্নি প্রকল্পের আওতায় কমিটিগুলো গঠন করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রাজশাহী ও গাজীপুর জেলায় গত বছর থেকে প্রকল্পের কাজ চলছে।
মঙ্গলবার দুপুরে পুঠিয়া উপজেলা সভা কক্ষে এ প্রকল্পের সার্ভিস ম্যাপিং এন্ড শেয়ারিং সভার আয়োজন করে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স।
সভায় প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন, ব্র্যাকের অগ্নি প্রকল্প টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী সেখানে যৌন প্রতিরোধ কমিটির সুফলের কথা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকগণ। পুঠিয়ার ছয়টি প্রতিষ্ঠানে এ কমিটি রয়েছে।
প্রজেক্ট অফিসার সাবির হোসেনের সঞ্চালনায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আক্তার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, জয়নাল আবেদীন, প্রকল্প সহকারী নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রধান শিক্ষক মন্ডলীসহ সাংবাদিক বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষকগণ বলেন, কমিটি করার পর আমাদের ছাত্রীর মাঝে সাহসী মনোভাব জেগে উঠেছে। আগে তারা রাস্তাঘাটের যৌন হয়রানির বিষয়টি গোপন করত। এখন সাহস ও সততার সঙ্গে আমাদের কাছে অভিযোগ করছে। যারা যৌন হয়রানি করছে। আমরা তাদের সতর্ক করছি।