শিবগঞ্জে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় তিনি বলেন, মানসম্মত শিক্ষা সবার মাঝে নিশ্চিতকরণ এবং প্রতিটি শিক্ষককে একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
এতে স্বাগত বক্তা ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শেষে ১৫ জন শিক্ষার্থীদের খেলাধূলার জন্য ফুটবল, স্কুল ব্যাগ, পানির পট, টিফিন বক্স ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।