সুজানগরে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রীদের টিডি টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
সুজানগরে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রীদের টিডি টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২ দিন ব্যাপী ১৫ বছর এবং তদুর্ধ্ব ছাত্রীদের মাঝে টিডি ভ্যাকসিন প্রদানের জন্য বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সুজানগর মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ্ দেওয়ান।

সুজানগর পৌরসভার বাস্তবায়নে ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন আক্তার, পৌর কাউন্সিলর জাকির হোসেন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, জাহিদুল হাসান রোজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে