শিবগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক , শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের পদত্যাগ জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ভবনের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নিকট সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়।