তানোরে ৩৩৩ আদিবাসী পরিবারকে মুরগী ও মুরগীর ঘর প্রদান

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
তানোরে ৩৩৩ আদিবাসী পরিবারকে মুরগী ও মুরগীর ঘর প্রদান

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলা বিভিন্ন এলাকার ৩শ’ ৩৩ টি পরিবারকে ২০টি করে মুরগী ও ১টি করে মুরগীর ঘর ও মুরগীর খাবার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে তানোর উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মুরগী ও মুরগীর খাবার ও মুরগীর ঘর বিতরন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু প্রমুখ।

এসময় তানোর উপজেলা বিভিন্ন এলাকার উপকার ভোগী আদিবাসীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় এসব মুরগী ও মুরগীর ঘর ও মুরগী খাবার বিতরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে