পবায় বিএনপি-জামায়াতের সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে আ. লীগের প্রতিবাদ সভা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩; সময়: ৬:৫৮ অপরাহ্ণ |
পবায় বিএনপি-জামায়াতের সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে আ. লীগের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির ও সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে পবা উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে হরিয়ান ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে আশরাফের মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হরিয়ান ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক ও হরিয়ান পরিষদের চেয়ারম্যান জেবর আলীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ, পরিষদের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, পবা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, সাবেক সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুল হাসান রাজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি মোসা. হাসিনা খাতুন, সাধারণ সম্পাদক মোসা. মোসলেমা আকতার খুশী, শ্রমিকলীগ নেতা আজাদ আলীসহ উপজেলার ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে