জয়পুরহাটে এলপিজি ফিলিং স্টেশনের টাঙ্কি বি’স্ফোরণে কর্মচারী দ’গ্ধ
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের চার মাথার মোড়র আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের গ্যাসের টাঙ্কি বিস্ফোরণে ওই ফিলিং স্টেশনের সাইফুল ইসলাম (৫০) নামে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।
তার শরীরের ৯৯ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফায়ার সাভির্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ ওই সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরশহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান জানান, সাইফুল ইসলামের শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হানিফ পরিবহন বাসের চালক সুরুজ আলী বলেন, আমি বাস টার্মিনালে বসে ছিলাম। রাত দশটার দিকে হঠাৎ করেই আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের ভেতর বিকট শব্দে মাটি কেঁপে উঠে। এলপিজি ফিলিং স্টেশনের ভেতর আগুন জ্বলতে থাকে।
আমরা দৌঁড়ে এসে দেখি একজনের শরীরে আগুন লেগেছে। আমরা তার শরীরের বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি। আমরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।
এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমার রাত ৯টার দিকে ডিউটি ছিল। সাইফুল ইসলাম দিনের বেলায় ডিউটি করছিলেন। আমি আজকে একটু দেরিতে ফিলিং স্টেশনে এসেছি।
সাইফুল ইসলাম আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিস্কার করছিলেন। এসময় আমি বাহিরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি টাংঙ্কি বিস্ফোরিত হয়ে সাইফুলের শরীর আগুনে পুড়ে যায়।
আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের টাঙ্কি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, আমি খবর ঘটনাস্থলে গিয়েছিলাম। এলপিজির টাঙ্কি বিস্ফোরিত হয়ে ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।
এই ফিলিং স্টেশনের অনুমোদন আছে কি তা যাচাইয়ের ফিলিং স্টেশনের মালিককে প্রয়োজনীয় কাগজপত্র বুধবার আনতে বলেছি। কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখা হবে।