অবরোধের বিরুদ্ধে বাগমারায় তৃনমূল আ.লীগের শান্তি সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ২:২২ অপরাহ্ণ |
অবরোধের বিরুদ্ধে বাগমারায় তৃনমূল আ.লীগের শান্তি সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : দেশব্যাপী বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন, রাজশাহীর বাগমারা উপজেলার তৃনমূল আওয়ামী লীগ।

বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা তৃনমূল আওয়ামী লীগের উদ্যোগে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে একটি পথ সভায় মিলিত হয়।

ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড, ইব্রাহীম হোসেন, সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী বিশ্বব্যিালয়ের অবসর প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষক ড, পিএম শফিকুল ইসলাম, তাহেরপুর পৌসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে