নাটোরে বিএনপির স’ন্ত্রাসের বিরুদ্ধে মহিলা আ.লীগের মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ৩:২০ অপরাহ্ণ |
নাটোরে বিএনপির স’ন্ত্রাসের বিরুদ্ধে মহিলা আ.লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : দেশব্যাপী নারী ও শিশুর ওপর বিএনপি-জামায়াতের সহিংসতা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাব এলাকায় নাটোর জেলা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, মহিলা আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ নারী নেত্রী।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।

তাদের সহিংস কার্যক্রম থেকে নারী ও শিশুরাও আজ আর নিরাপদ নেই। তাদের সেই অপচেষ্টা রুখে দিয়ে মানুষকে নিরাপদ রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে