চাঁপাইনবাবগঞ্জে হাতির আক্রমণে প্রাণ গেল কিশোরের
পদ্মাটাইমস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।
মানিকড়া গ্রামের বাসিন্দা আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এ সময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির। তখন তাকে আঁছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ওসি মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি। রাজশাহী বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের টিম হাতিটিকে আটক করে নিয়ে যাবে।