আত্রাইয়ে আগুনে পুড়ে মারা গেল কৃষকের গরু ও ভেড়া
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে আগুনে পুড়ে মারা গেছে কৃষকের তিনটি গরু এবং পাঁচটি ভেড়া। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজান বাগমারা গ্রামের বছির আলীর ছেলে মজনু তালুকদারের গোয়াল ঘরে আগুনে এই ঘটনা ঘটে। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মজনুর ছেলে মোফাজ্জল তালুকদার বলেন, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু-ভেড়া রেখে রাতে ঘুমিয়ে পরে সবাই। হঠাৎ করেই গভীর রাতে গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশির লোকজন।
এসময় সবাই মিলে আগুন নেভালেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা তিনটি গরু এবং পাঁচটি ভেড়া আগুনে পুরে দগ্ধ হয়ে মারা যায়।
অগ্নিকান্ডের ওই ঘটনায় কৃষক মজনুর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কিভাবে গোয়াল ঘরে আগুন ধরেছে তা বলতে পারেননি তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।