মান্দায় নাশকতার মামলায় তিনজন গ্রেপ্তার
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নাশকতার একটি মামলায় যুবদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালাইন ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রওশন আলম (৪৫), ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক রিসালাত-ই সাজিদ (২৯) ও ওয়ার্ড যুবদলের সহসভাপতি ফিরোজ শাহীন (৩২)।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মান্দা থানার নাশকতার একটি মামলায় যুবদলের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।