শিবগঞ্জে অসহায় ১শ’ পরিবার পেল ঢেউটিন-চেক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ১০:১৩ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রমূখ। শেষে প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেয়া হয়।