বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা হবে- এমপি ডা. মনসুর রহমান

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ১০:১৭ অপরাহ্ণ |
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা হবে- এমপি ডা. মনসুর রহমান

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান বলেছেন, বিএনপি-জামায়াত অবরোধ ও হরতালের নামে ভাংচুর, অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ ও সাধারণ মানুষকে হত্যা এবং সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

বুধবার বিকেলে (৮ নভেম্বর) দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থেকে একথা বলেন তিনি।

এ সময় সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে এতে কোনো সন্দেহ নাই। নিশ্চিত পরাজয় জেনে বিএনপি-জামায়াত নির্বাচন বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুণরায় সরকার গঠণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম প্রমুখ।

এদিন সন্ধ্যায় সাংসদ ডা. মনসুর রহমান পুঠিয়া উপজেলার শিবপুর ও বাণেশ্বর বাজারে পথ সভায় বক্তব্য রাখেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে