বৈঠা হাতে মহাসড়কে আ.লীগ নেতাকর্মীরা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ১০:৫১ পূর্বাহ্ণ |
বৈঠা হাতে মহাসড়কে আ.লীগ নেতাকর্মীরা

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বৈঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাঁচি কাটা টোলপ্লাজা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি নয়াবাজার, হাজির হাট, রয়না পাম্প এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। এসময় তারা হাতে বৈঠা নিয়ে অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মিছিলটির নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা শেষে এক পথসভায় আনোয়ার হোসেন বলেন, হরতাল-অবরোধের নামে সারাদেশে আগুন, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত।

তাদের ডাকা হরতাল-অবরোধ আমরা মানি না। ষড়যন্ত্র করে লাভ নেই। নাশকতার চেষ্টা করা হলে প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, ভোর রাতে আগুন ও টায়ার জ্বালিয়ে তারা হরতাল-অবরোধ শুরু করে। এ কারণে নেতাকর্মীদের নিয়ে ভোর রাত থেকে সড়ক-মহাসড়কে অবস্থান নিয়েছি। এই এলাকায় বিএনপি-জামায়াতের তাণ্ডব করার কোনো সুযোগ নেই। আমরা বৈঠা হাতে রাজপথে অবস্থান করছি।

এসময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, আলম, ফিরোজিল ইসলাম উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে