ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অবশেষে মারা গেল ৩ বন্ধুই

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অবশেষে মারা গেল ৩ বন্ধুই

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে করিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) সংঘর্ষের ঘটনায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিউটিটের তিন বন্ধুই মারা গেছে। বন্ধু মিতুল হোসেন (১৫) ও সিয়াম সরদারের (১৫) পর এবার চলে গেল বিশাল হোসেন (১৫)।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশাল হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের বাচ্চু হোসেনের ছেলে। সে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছিল।

পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে মিতুল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

সিয়াম সরদার ও বিশাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ নভেম্বর রাত ১২টার দিকে সিয়াম সরদার মারা যায়।

সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিশাল হোসেনও মারা যায়।

এদিকে তিনজনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসছে। এক নজর মরদেহ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভীড় করছে বাড়িতে।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, একে একে তিনটি ছেলের মৃত্যুর খবর শুনতে হলো। এটি খুবই দুঃখজনক। বিশালের বিষয়টি আমি খোঁজখবর নিয়েছি। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী সরকারি ভোকেশাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারেনটেন্ট রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনই আমার স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্র।

সেদিন সকালে একই মোটরসাইকেলে তারা তিনজন পরীক্ষা দিতে আসছিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এমন দুর্ঘনার শিকার হয়েছে। অভিভাবকদের সন্তানদের মোটরসাইকেল দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়া দরকার।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে