সাকিবের পাশে লঙ্কান ফ্রাঞ্চাইজি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
খবর > খেলা
সাকিবের পাশে লঙ্কান ফ্রাঞ্চাইজি

পদ্মাটাইমস ডেস্ক : অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করায় সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক কোনোভাবেই শেষ হচ্ছে না। এই আউটের আবেদন করায় লঙ্কানদের কাছে খলনায়কে পরিণত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি সব শ্রদ্ধা হারানোর কথাও জানিয়েছেন ম্যাথুস।

সাকিব-ম্যাথুস ইস্যুটি আর ক্রিকেট অঙ্গনে সীমাবদ্ধ নেই। লঙ্কান অলরাউন্ডারের ভাই ট্রেভিন ম্যাথুস সাকিবকে শ্রীলঙ্কায় খেলতে গেলে পাথর মারার হুমকি দিয়েছেন। তবে এমন মন্তব্যের একদিন পরেই সাকিবের পাশে এসে দাঁড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি গল টাইটান্স।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে সাকিবের দল গল টাইটান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটায় না। তেমনি শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেটভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যে কোনো সময় ভালোবাসার সঙ্গেই বরণ করবে।’

বিবৃতিতে কারও নাম উল্লেখ করেনি গল টাইটান্স। তবে ফ্রাঞ্চাইজিটির বিবৃতি সাকিব আল হাসান এবং ত্রিভান ম্যাথিউসের বিষয়টিকে ইঙ্গিত করছে তা স্পষ্ট।

গত মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আইসিসির বেঁধে দেওয়া ২ মিনিট সময়ের মধ্যে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। হেলমেটের ফিতা ছেঁড়া হওয়ায় ২ মিনিটের মধ্যে প্রথম বলটা খেলতে পারেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। তখনই ‘টাইমড আউট’-এর আবেদন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের আবেদনের প্রেক্ষিতে লঙ্কান ব্যাটারকে আউট ঘোষণা করেন আম্পায়ার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে