বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সহিংসতা করছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সহিংসতা করছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের ভোটার ও মানুষ সহিংস ও রক্তপাত পছন্দ করে না। তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়। বিএনপি যদি নির্বাচনে না আসে, সেটা তাদের বিষয়। বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সহিংসতা করছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে। আজ বৃহস্পতিবার নাটোরের নব নির্মিত পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর মোঃ নুরুল আনোয়ারের সভাপতিত্বে আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। শুধু দেশে নয় বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়। আমরা সামনে ই-পাসপোর্টকে আরও সম্প্রসারিত করব। আগে দিনে দুই থেকে তিন হাজার পাসপোর্ট হতো। এখন দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। বাংলাদেশ যে কত খানি এগিয়ে যা এ ক্ষেত্রে বুঝা যায়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি। তা অন্যদেশের লোক সংখ্যাও তত নয়। তা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে।

তিনি বলেন, সারা পৃথিবীতে আমাদের সাড়ে ৩ কোটি ইমআরপি পাসপোর্ট রয়েছে। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মাট বাংলাদেশ গড়ার। আমরা দ্রত স্মাট বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের টার্গেট ২০৪১ সাল কিন্তু ২৩ সালেই আমরা স্মাট বাংলাদেশে রূপান্তিত হব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সচিব মো. আবদুল।লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ ছারোয়ার হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

পরে বিকেল সাড়ে ৪ টায় শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদান করেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান দুপুর ২টার দিকে হেলিকপ্টারে করে নাটেরে আসেন। তাকে বহনকারী হেলিকপ্টার উলুপুর হেলিপ্যাড মাঠে অবতরণের কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সংসদ সদস্যগণ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ দুপুর ১টা থেকে সেখানে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি উত্তরা গণভবনের হেলিপ্যাড মাঠে অবতরন করেন। এই খবর জানার পর উলুপর হেলিপ্যাড মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দুরে স্বরাষ্ট্র মন্ত্রীর অবতরণ স্থাল উত্তরা গণভবনে ছুটে যান সকলেই।

এরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় নাটোর সার্কিট হাউসে। সেখানে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্তভাবে সৌজন্য সাক্ষাৎ শেষে পুলিশ সুপারের কার্যালয় হয়ে হরিশপুরে ৪ কোটি ১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে