জয়পুরহাটে অংশীজন কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২৩ খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করি স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবিার দুপুরে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালাজি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আই এম এম এম,বি সি এস আই আর ভারপ্রাপ্ত পরিচালক ড.মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, ব্যবসায়ী আমিনুল বারী সহ অন্যরা। কর্মশালায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ প্রদীপ কুমার বিশ্বাস। কর্মশালায় জানানো হয় আইএমএমএম ইন্সটিটিউট দেশে খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, পৃথকীকরন, ও বিশোধন, উত্তোলন, পরিকল্পনা গ্রহন, গুনগত মান বিশ্লেষণ, প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার নিশ্চিতকরন কাজ করে আসছে। কর্মশালায় ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পন্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্প উদ্যক্তাদের মাঝে পন্যের মান তুলে ধরা, শিল্প কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা ছিল কর্মশালার মুল লক্ষ্য।