সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রকে পিটিয়ে জখম
এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্বাধীন খান নামে নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্বাধীন পৌর এলাকার আলতাব হোসেনের ছেলে ও স্থানীয় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের হেলাল হাজীর মার্কেটের সামনে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে সাইফ ও জনি নামে নবম শ্রেণীর আরও দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বাধীনের পিতা আলতাব হোসেন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কাউছার ছুয়াত, বিজয়, রাহাত, জীবন এবং আসাদ ও ইমন নামে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, এদিন বিদ্যালয়ের বার্ষিক বাংলা বিষয়ের পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ছাত্রদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে আসাদ ও ইমন এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানান, আমরা ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
মোটরসাইকেল নিয়ে সুজানগর বাজারে যাবার পথে রাস্তায় ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা দেখে আমরাসহ স্থানীয়রা তাদের মারামারি থামানোর চেষ্টা করি। এ বিষয়ে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, সিসি ফুটেজ দেখে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।