শিবগঞ্জে ছয়দিন থেকে যুবক নিখোঁজ
নিজস্ব প্রতিবদেক, শিবগঞ্জ : চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জে গত ছয়দিন ধরে এক যুবক নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ যুবক- উপজেলার মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিনের ছেলে সজিব বাবু (২২)।
নিখোঁজ সজীব বাবুর স্ত্রী সাদেকা খাতুন বলেন, আমার স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। পরিবারের কাউকে না বলে গত ৪ নভেম্বর বাড়ি থেকে বের হন। ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ছেলে মেয়ে বাবার জন্য সব সময় শুধু কাঁদছে। স্বামীকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, সজীব বাবুর নামে নিখোঁজ জিডি অনুযায়ী তদন্ত করা হচ্ছে। যদিও সে ঢাকায় কাজ করে। তার বর্তমান অবস্থান ঢাকা দক্ষিণ খান দেখাচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।