কেশরহাটে ব্যবসায়ীদের সাথে আ.লীগের মতবিনিময় সভা
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ৭:১১ অপরাহ্ণ |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : মোহনপুরের কেশরহাট বাজারের ব্যবসায়ীগণের সাথে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ব্যবসায়ীগণের সাথে সরকারের উন্নয়ন মূলক বক্তব্য শেষে নৌকা প্রতিকের জন্য ভোট চান তারা।