শকুন দিয়ে মরদেহ খুঁজছে ইসরায়েল

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩; সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ |
শকুন দিয়ে মরদেহ খুঁজছে ইসরায়েল

পদ্মাটাইমস ডেস্ক : মরদেহ খুঁজতে নতুন পদ্ধতি বের করেছে ইসরায়েল। দেশটি এবার সেনাদের মরদেহ উদ্ধারে শকুন ব্যবহার করছে। শুক্রবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি এক পরিবেশবিদ এমন পদক্ষেপ শুরু করেছেন। তিনিই মূলত সেনাদের মরদেহ খুঁজতে ইগল শকুন ব্যবহার শুরু করেছেন।

ইসরায়েলের এ কাজ শুরু করেছেন প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তা ওহাদ হাতজফি পাখিদের শরীরে জিপিএস ট্রাকিং ডিভাইস স্থাপন করেছেন। এভাবে করে তাদের লোকেশন পর্যবেক্ষণ করছেন তিনি। ওই যন্ত্র থেকে পাওয়া তথ্য মরদেহের অবস্থান শনাক্তে সহায়তা করছে।

ইসরায়েলের এ পরিবেশবিদ জানান, তার এমন পদক্ষেপের মধ্যে দিয়ে গত ২৩ অক্টোবর চার সেনার লোকেশন শনাক্ত হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও কয়েকটি পাখি এমন ঠিকানা শনাক্ত করতে সক্ষম হয়েছে।

এদিকে ফিলিস্তিনে হামলার নির্দেশ দিয়ে বড় বিপদে পেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে হামলায় হামাসের কাছে তাদের অন্তত ২৪০ ব্যক্তি জিম্মি রয়েছেন। ফলে এ নিয়ে দীর্ঘ এক মাসেও তাদের উদ্ধার করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। এই ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়েছেন জিম্মিদের স্বজনরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভকারীরা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা জানান, নেতানিয়াহু যতক্ষণ পদত্যাগ না করবেন, ততক্ষণ সেখান থেকে সরবেন না তারা।

হামাসের হামলার পর নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন ওঠে। অক্টোবরে আন্তর্জাতিক সংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং করেন নেতানিয়াহু। সেখানে তাকে প্রশ্ন করা হয়- ৭ অক্টোবরের হামলায় তার ওপর চাপ বাড়ছে, হু হু করে কমছে জনপ্রিয়তা। এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন কি না? জবাবে পদত্যাগের দাবি উড়িয়ে দেন নেতানিয়াহু।

কট্টর ডানপন্থি এই নেতা তখন বলেছিলেন, তিনি হামাসকে পদত্যাগ করাবেন অর্থাৎ গোষ্ঠীটিকে নির্মূল করবেন। যুদ্ধের মাধ্যমে নিজের ক্ষমতাকে সুসংহত করতে চাওয়া এই প্রধানমন্ত্রী জানান, ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে কোনো যুদ্ধবিরতি করবে না তার দেশ। বলেন, তাদের সঙ্গে যুদ্ধবিরতি করা মানে, আত্মসমর্পণ করা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে