রাজশাহী বধির সংঘের কার্যনির্বাহী কমিটির নির্বাচন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩; সময়: ১:৫২ অপরাহ্ণ |
রাজশাহী বধির সংঘের কার্যনির্বাহী কমিটির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা বধির সংঘের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) নগরীর সপুরা এলাকার ৩৫৮ নং স্টেডিয়াম সুপার মার্কেটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির ১৭টি পদের বিপরীতে এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- এস এম এমদাদুল হক (সভাপতি অবধির), আব্দুল কাদের (সাধারণ সম্পাদক), আব্দুল আসাদ ও ময়নুল হাসান (সহ-সভাপতি অবধির), সাইফুল ইসলাম পিন্টু (সহ-সভাপতি), রেজাউর রহমান (সহ-সভাপতি অবধির), আব্দুল গাফফার (ক্রীড়া সম্পাদক), শিবলী আবেদী (কোষাধ্যক্ষ অবধির), আব্দুল মতিন (সহ-কোষাধ্যক্ষ), আব্দুল মান্নান (যুগ্ম সম্পাদক) সোহেল রানা পলাশ (পাঠাগার সম্পাদক), রোকসানা হোসেন (নির্বাহী সদস্য অবধির) এবং খন্দকার মোনাসিব ফয়সাল (নির্বাহী সদস্য অবধির)।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির ৫টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। এ নির্বাচনে ভোটর রয়েছেন ৮২ জন। তাদের মধ্যে ৮ জন অবধির এবং বাকি ৭৪ জন ছিলেন বধির ভোটার।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ইব্রাহীম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি এস এম এমদাদুল হক, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস রিপন, রাজশাহী জেলা বধির সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে