ফিলিস্তিন প্রেক্ষাপট

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
ফিলিস্তিন প্রেক্ষাপট

লেখক : মাহবুব দুলাল

একটি বাগান হাজারো ফুলের সমাহার

কথা ছিল, আশা ছিল-

সুঘ্রান ছড়াবে বিশ্বজুরে

যবে ছিন্ন মুকুল হবে ভাবা যায়?

 

একটি প্রত্যাশা একটি স্বাধীন রাষ্ট্র

লাখো মানুষ লাখো শিশু যেখানে

ঝরে যাবে অনাদরে, মারা যাবে অকাতরে

সেও কি মানা যায়?

 

হ্যাঁ আমি ফিলিস্তিনি পাখিসম শিশুর কথায় বলছি-

অবুঝ শিশু, হাজারো শিশু

লাখো পাখি শিশুর কথায় বলছি।

 

কথা ছিল আশা ছিল অধিকার ছিল

বাড়ির আঙ্গিনায় সেই শিশুরা পাখির মতই

ঘুরবে, সকাল হলে সবার আগে

তারাই জেগে উঠবে।

 

তবে জেগে দেখে সেই শিশুটি মায়ের বুকে ভাই

কালকে ছিল যে শিশুটি আজকে কেন নাই-

জানতো তারা? হঠাৎ করে খড়গ খাঁড়া

তাদের মাথায় পড়বে?

সেই শিশুরা জানতো নাতো

বুক ভরাসব স্বপ্ন নিয়ে মরবে?

 

এরপরও বারুদের মুখে দাঁড়িয়ে তারাই

বিজয়ের গান গাইছে-সব হারিয়েও

নতুনের স্বাধীনের স্বপ্ন দেখছে।

জানে না তাদের ভবিষ্যৎ

তবুও স্বজনের লাশের স্তুপ সাক্ষী রেখে

ধ্বংসের ভাঙাপাড় শূণ্যে ঝুলে থাকা

শেকড়ের মতো লড়ছে; শত্রুর ছোঁড়া বুলেটে

মানচিত্র আঁকছে আপন মনে।

 

ইসরাইলের ভয়ংকর আক্রমন

হাসপাতাল-স্কুল মসজিদ গেনেট

বোমা বারুদে ক্ষত বিক্ষত-

মরছে মানুষ মরছে শিশু;

ফিলিস্তিনের বুকে।

 

তবে কি বিশ্ব মোড়ল আগ্রাসীদের

পক্ষ নিয়ে মানবতার ধোঁয়া তুলে

বুক ভরাসব ন্যায্য দাবি মানছে না যে

করছে বিভেদ, ডাকছে সভা

শুধুই মুখে মুখে?

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে