বাংলার বাঘিনীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ১১:০৬ পূর্বাহ্ণ |
খবর > খেলা
বাংলার বাঘিনীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেই টাইগ্রেসরা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় নারী দলকে অভিনন্দন জানানো হয়।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতেই ম্যাচটি মাঠে গড়ায়।

অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তান দলকে পরাজিত করায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান।

টার্গেট তাড়ায় বাংলাদেশের রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলার বাঘিনীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে