কথা দিয়েছিলাম, কথা রাখলাম: রেলপথ উদ্বোধনে প্রধানমন্ত্রী
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ১:২০ অপরাহ্ণ |
খবর > রাজনীতি / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা কথা দিয়েছিলাম, কাজেই সেই কথাটা আমি রাখলাম।
শনিবার সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ দিন এই অঞ্চলের মানুষের এটা একটা দাবি ছিল। আজকে সেটা পূরণ হলো।’
তিনি বলেন, আজকে কক্সবাজার রেলের সঙ্গে যুক্ত হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।