শিবগঞ্জে উন্নয়ন তুলে ধরে ডা. শিমুল এমপির মতবিনিময় ও গণসংযোগ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে উন্নয়ন তুলে ধরে ডা. শিমুল এমপির মতবিনিময় ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে মতবিনিময়র সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উজিরপুর জলোবাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তাই দেশের উন্নয়নের অগযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান।

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য সাদিকুল ইসলাম, সোভান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে