মান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ৫:২৫ অপরাহ্ণ |
মান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) খালেদ মোশারফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্তের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজ্জাদ্দীদ আল হাবীব মারুফ প্রমুখ।

 

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে