শিবগঞ্জে সুবিধাভোগীদের সঙ্গে এমপির মতবিনিময় ও চেক বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ৫:৩১ pm |
শিবগঞ্জে সুবিধাভোগীদের সঙ্গে এমপির মতবিনিময় ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁকা, ছত্রাজিতপুর ও উজিরপুর ইউনিয়নের বয়স্ক-বিধবা, স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি দেশের সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন।

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, আবদুল মান্নান, শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বদরুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা।

এছাড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা বন কর্মকর্তা মাহবুব ইসলাম ও তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা রুবেল আলীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী প্রায় সাড়ে ৭ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পের আওতায় চারটি ট্রেডে অংশগ্রহণকারী শতাধিক প্রশিক্ষণার্থীর মাঝে ১১ লাখ ৮৭ হাজার টাকার চেক ও ৫ হাজার নারী-পুরুষের মাঝে ফলজ ও বনজসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে