পবা উপজেলা আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ৬:২৭ অপরাহ্ণ |
পবা উপজেলা আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার নওহাটা কলেজ মোড়ে আনন্দ র‌্যালি, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবদুল মাননান, উপজেলা স্বেচ্ছাসেক লীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি তামিম হোসেন, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, নওহাটা পৌর যুবলীগ আহবায়ক শেখ ফরিদ, যুগ্ম আহবায়ক মাজদার আলী, নতুন, কাটাখালি পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আওয়াল, নাসির উদ্দিন, দামকুড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহীন আকতার লিটন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পারিলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সামাউন হক সুইট, হুজরীপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন যুবলীগ আহবায়ক সারোয়ার জাহান মিল্টন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, বড়গাছি ইউনিয়ন যুবলীগ আহবায়ক আজমত আলী আকাশ, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, হরিপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টু, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে