পত্নীতলায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
পত্নীতলায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের আয়োজনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১ মিনিট নিরবতা পালন দোয়া ও মুনাজাত করা হয় বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আজাদ রহমান , মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, সাংগঠনিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক বিমান কুমার দাস।

আরও উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য মিন্টু, খালেক, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে