গোদাগাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার বাদ মাগরিব উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি, সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা রানী, পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক নাসিমুল হক নাসিম।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবের সঞ্চলনায়।

আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি আব্দুল জাব্বার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় অতিথিবৃন্দ যুবলীগের ইতিহাস তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে