নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩; সময়: ১০:৫০ পূর্বাহ্ণ |
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি কর্মীরা। মিছিল চলাকালে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর শহরের কানাইখালী ও রেলস্টেশন এলাকায় পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের হরিশপুরে বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এর আধাঘন্টা পরে প্রথম ও তার কিছু পরে দ্বিতীয় ককটেলের বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার অবরোধের সমর্থনে ১১ টার দিকে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে বিএনপি কর্মীরা।

বিএনপির কর্মীরা মোবাইলের আলো জ্বালিয়ে মিছিল নিয়ে শহরের চকরামপুর এলাকায় অগ্রসর হলে আওয়ামী লীগ কর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এর আধাঘন্টা পর প্রথমে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের কয়েকজন যুবক মোটরসাইকেল থেকে ডিভাইডারে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায়।

এর কিছু পরে শহরের রেল স্টেশন বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। কানাইখালী এলাকার বাসিন্দারা জানান, ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তারা ভেবেছিলেন সনাতন ধর্মের শ্যামা পূজার (কালী পুজা) আতশবাজি ফাটানোর শব্দ।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হতে পারে। বিএনপির মিছিল থেকে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে