চতুর্থ দফার অবরোধেও রাজশাহীতে মাঠে সরব আ.লীগ
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার দুইদিনের (৪৮ ঘণ্টা) অবরোধের প্রতিবাদে অন্যান্য দিনের মতো শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১২ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন মোড় থেকে রাজপাড়া থানা অঞ্চলের ব্যানারে শান্তি মিছিল বের হয় ।
মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। বিএনপির অবরোধ কর্মসূচি মানুষ মানে না, তাদের জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি মানুষ ঘৃণা করে।
সমাবেশে উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু , ২নং ওয়ার্ড সভাপতি সেলিম রেজা, ৩নং ওয়ার্ড সভাপতি মাহতাব আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি ফিরোজ কবির মুক্তা, ৫ নং ওয়ার্ড সভাপতি আরমান আলীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রাজশাহীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোনো বাস রাজশাহী থেকে ছেড়ে যায়নি। অবরোধ সমর্থনে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের অবস্থান দেখা যায়নি। তবে নগরীতে পুলিশ ও র্যাবের পাশপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে