বাগমারায় শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টর উদ্বোধন করলেন এমপি এনামুল
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বাগমারা উপজেলা পরিষদ শিশুপার্কে অফিসার্স ক্লাবের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
শনিবার রাতে প্রধান অতিথি থেকে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরবিহণ ও সেতু মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমটিরি সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ, এম, আবু সুফিয়ান, ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের প্রধান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।