শিবগঞ্জে ৩টি সরকারি প্রাথমিকের একাডেমিক ভবন উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩; সময়: ৪:৩৮ pm |
শিবগঞ্জে ৩টি সরকারি প্রাথমিকের একাডেমিক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে উজিরপুর, পারকালুপুর ও রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাঙ্গনে বিগত জোট সরকারের চাইতে বর্তমান সরকার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে।

তিনি আরও বলেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক এফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উজিরপুর ইউপি সদস্য সাদিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম রেজাসহ অন্যরা।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে