আত্রাইয়ে সড়ক-সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে একটি সড়ক পাকাকরণ ও একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল রোববার বিকেলে পৃথক পৃথকভাবে এই উদ্বোধন করেন।
এদিন বিকেলে উপজেলার বাকী উলমা হাট খাজুর ইউপির ধলা বিল সড়ক পাকা করনে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, এলজিইডি উপজেলা প্রকৌশলী ইমরান খান, বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমূখ উপস্থিত ছিলেন।
এক কোটি ষাট লক্ষ টাকা ব্যায়ে ১.১৬০ কিলোমিটার এই সড়ক পাকাকরণ সম্পন্ন করা হবে। অপরদিকে একই উপজেলার কালিকাপুর ইউপির সোলিয়া-পাইকড়া রাস্তায় গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল।