গুরুদাসপুরে অবরোধের বিরুদ্ধে দিনব্যাপী মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩; সময়: ৮:২৬ অপরাহ্ণ |
গুরুদাসপুরে অবরোধের বিরুদ্ধে দিনব্যাপী মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর (নাটোর) : বিএনপির অবরোধ এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রায় তিন হাজার মোটরসাইকেলে কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে দিনব্যাপী মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

রোববার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়। দিনব্যাপী গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ওই শোভাযাত্রা করেন। এসময় গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার কয়েক হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীরা অংশ নেয়।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নেতৃত্বে ওই হরতাল অবরোধ বিরোধী শোভাযাত্রা বের করা হয়। সকাল থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে প্রায় তিন হাজার মোটরসাইকেলে কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রাটি পৌর গুরুদাসপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছিকাটা বাসস্ট্যান্ড হয়ে বনপাড়া—হাটিকুমরুল মহাসড়ক হয়ে বড়াইগ্রামের জোনাইল, রাজাপুর হয়ে বনপাড়া সন্ধায় গুরুদাসপুর গিয়ে শেষ হয়। এসময় গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা করেন আসিফ আব্দুলাহ বিন কুদ্দুস শোভন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, দেশের জনগণ বুঝে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির রাজনীতি করেন, বিএনপি জামায়াত সন্ত্রাস-জঙ্গিবাদ, অগ্নি সংযোগ, হরতাল ও অবরোধের নামে আন্দোলন করে এই দেশের জনগণের জানমালের ক্ষতি করে কখনো কখনো ক্ষমতায় যেতে পারবেনা। জনগণ তাদের বয়কট করবে। শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত হরতাল অবরোধ করছে। বিএনপি’র নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ কঠোর অবস্থানে মাঠে রয়েছে। গুরুদাসপুর-বড়াইগ্রামের কোন জায়গায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াত তাদের অবরোধ পালন করতে পারেনি আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারনে। আগামীতেও বিএনপি’র সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে। আওয়ামী লীগও মাঠে রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে