সাত বছর পর বিরাটের উইকেট, গ্যালারিতে হাস্যোজ্জ্বল আনুশকা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩; সময়: ১১:৪২ পূর্বাহ্ণ |
খবর > খেলা
সাত বছর পর বিরাটের উইকেট, গ্যালারিতে হাস্যোজ্জ্বল আনুশকা

পদ্মাটাইমস ডেস্ক : শেষবার কবে বিরাট কোহলিকে উইকেট পেতে দেখেছিলেন? আচমকা এই প্রশ্ন করলে যে কাউকে স্মৃতির পাতায় ফিরে যেতে হবে। সবশেষ উইকেট তিনি পেয়েছিলেন ৭ বছর আগে।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই উইকেট পান তিনি। ওয়ানডেতে উইকেট পেয়েছেন আরও দুই বছর আগে।

এবারের বিশ্বকাপে অবশ্য বোলার কোহলিকে একঝলক দেখা গিয়েছে আগেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হার্দিক পান্ডিয়া ইনজুরির কারণে উঠে গেলে অসম্পূর্ণ ওভার শেষ করেন কোহলি। রং-ফুটেড কোহলির ইনসুইং দেখার সুযোগ আবার মিললো গতকালের ম্যাচে। ডাচদের বিপক্ষে ম্যাচে অবশ্য উইকেটও পেয়েছেন তিনি।

রোববারের ম্যাচে ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে স্কট এডওয়ার্ডসকে আউট করেন বিরাট কোহলি। এডওয়ার্ডস লেগ সাইডের বাইরে গিয়ে বল খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উইকেটের পিছনে চলে যায় কেএল রাহুলের গ্লাভসে। তাতেই ওডিআই ক্যারিয়ারে ৫ম উইকেট পান কোহলি।

ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির প্রথম উইকেটটি ২০১১ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫০ রানে অ্যালিস্টার কুককে প্যাভিলিয়নে পাঠান তিনি।

এর পর ইংল্যান্ডের ক্রেগ কিসওয়েটার, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম আর এবার স্কট এডওয়ার্ডস তার শিকার হয়েছেন।

কোহলির এমন বিরল অর্জনের দিনে মাঠে ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। কোহলির উইকেটে মাঠে ভারতের খেলোয়াড়দের পাশাপাশি উল্লাসিত ছিলেন তিনি নিজেও। আর ক্যামেরাম্যানের সুবাদে সেই দৃশ্য ফ্রেমবন্দীও হয়েছে।

গতকালের ম্যাচে অবশ্য কোহলি-পত্নী আনুশকা ছাড়াও এসেছেন আরও বেশ কিছু ক্রিকেটারের স্ত্রী। ব্যাঙ্গালোরে তারা এসেছিলেন দীপাবলির অনুষ্ঠানে যোগ দিতে। সেই সুবাদেই তাদের মাঠে আসা।

আনুশকাকে এর আগে পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছিল। আর রোববার কোহলির চিরচেনা এম চিন্নাস্বামী স্টেডিয়ামেও ছিলেন তিনি। সৌভাগ্যবশত দেখলেন বিরাটের উইকেট নেওয়ার মুহূর্তটাও।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে