বাগাতিপাড়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে মডেল থানা প্রঙ্গনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি বলেন, সাংবাদিকসহ বাগাতিপাড়াবাসী সকলের সাথে মিলে মিশে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ প্রত্যকটি কাজে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।
সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যেমে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
সম্প্রতি তিনি বগুড়ার সোনাতলা থানা ওসি তদন্ত থেকে বাগাতিপাড়া মডেল থানায় পূর্ণ অফিসার ইনচার্জ হিসেবে প্রথম যোগদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ (প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে খাদেমুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ) সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু (ইত্তেফাক), সহ-সভাপতি কুতুব-উল-আলম (সংবাদ) ও আব্দুল মতিন (নওরোজ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিন (মানবকণ্ঠ) ও হাসান আলী সোহেল (এশিয়ান টিভি ও বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান (ভোরের পাতা), কোষাধ্যক্ষ আতিয়ার রহমান (ইনকিলাব), দপ্তর সম্পাদক মুক্তার হোসেন (বাংলাদেশ সমাচার), প্রচার সম্পাদক নিশাতুর রহমান (খোলা কাগজ), ধর্মবিষয়ক সম্পাদক আকরাম আলী (ঢাকা প্রতিদিন), সাহিত্য সম্পাদক ইসমাঈল হোসেন (সময়ের আলো), নির্বাহী সদস্য আনিসুর রহমান (দৈনিক ঢাকা), রুহুল আমিন (অগ্নীশীখা), জুলফিকার আলী (সাপ্তাহিক পদ্মা প্রবাহ), আলমগীর হোসেন (গণমুক্তি) ও হাসিবুর রহমান (মুক্ত প্রভাত)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য আসলাম আলী (প্রথম সকাল), কামরুল ইসলাম (সমাচার দর্পণ), আরাফাত রহমান (উত্তরা প্রতিদিন), জমসেদ আলী (প্রতিবাদী কন্ঠ), নাসিমুল নাহিদ (ধুমকেতু নিউজ), মোহাম্মদ আলী (এই নাটোর) ও চাঁদ মোহাম্মদ (চলনবিলের খবর) প্রমুখ।
মতবিনিময় শেষে উপজেলা প্রেসক্লাব ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খানকে ‘শুভেচ্ছা স্মারক’ হিসেবে ২ টি ক্রেস্ট উপহার দেওয়া হয়।