বুকে ব্যথার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক এমপি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩; সময়: ৩:২০ pm |
বুকে ব্যথার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছুক্ষণ পর মারা যান সাবেক এই সংসদ সদস্য।

বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে রুমে যাওয়ার সময় পড়ে ‍গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে ডাক্তার এসে দুপুরে ১টা ৪০ মিনিট তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, বিকেলে তার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে