সপ্তাহব্যাপী রাবিতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩; সময়: ৪:২৮ pm |
সপ্তাহব্যাপী রাবিতে বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাত দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) ক্যাডেটদের নিয়ে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে।

বিএনসিসির মহাস্থান রেজিমেন্টের তত্ববধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি গ্রাউন্ডে। শনিবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে, শেষ হবে ১৮ নভেম্বর।

বাংলাদেশ ন্যাশানাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের অধীনে ৩১,৩২,৩৩,৩৪,৩৫ ব্যাটালিয়ন রয়েছে। ৩১ বিএনসিসি ব্যাটলিয়ন পাঁচটি কোম্পানির অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

ব্যাটালিয়ন ক্যাম্পে সিনিয়র জুনিয়র ডিভিশন মিলে প্রায় ১৬০ জন ক্যাডেট অংশগ্রহণ করে। এতে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) ও অফিসার কমান্ডিংরা।

ক্যাম্প উদ্বোধন করেন মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর মোহাম্মদ মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসির অফিসার কমান্ডিং প্রফেসর ড. আবদুল ওয়াদুদ,৩১ বিএনসিসি ব্যাটালিয়নের এডজুটেন্ট মেজর রফিকুল হাসান রাফি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও বৃন্দ।

প্রফেসর ড. আবদুল ওয়াদুদ বলেন, ব্যাটালিয়ন ক্যাম্প বিএনসিসির কার্যক্রমের একটি অংশ।এখানে ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এর পাশাপাশি সামাজিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

দেশের ক্রান্তিলগ্নে যেন দেশের জন্য কাজ করতে পারে এবং দেশের মানুষের পাশে থাকতে পারে সেসব ট্রেনিং দেয়া হয়।

সপ্তাহব্যাপী ক্যাম্পে ক্যাডেটদের শারীরিক ও বুদ্ধিভিত্তিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান এবং সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

এছাড়া ফায়ারিং, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক, ভলিবলসহ অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে