শিবগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ অন্যরা।
সভায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
পরে একই স্থানে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা সামাজিক সম্প্রীতি, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা এবং উপজেলা জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।