নওগাঁয় উপকারভোগীদের সাথে মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |
নওগাঁয় উপকারভোগীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় সরকার কর্তৃক ভাতাভোগী ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার ।

আগামী নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে আবারও দেশের মানুষের উপকার করার সুযোগ করে দেওয়ার আহবান জানান এমপি।

পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফফারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় ইউনিয়নের প্রায় কয়েক হাজার উপকারভোগীরা সভায় অংশগ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে