সড়কে নির্মাণ সামগ্রী ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩; সময়: ১০:১৯ অপরাহ্ণ |
সড়কে নির্মাণ সামগ্রী ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর লক্ষীপুরে একটি সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। নির্মাণাধীন ভবনের মালিককে সড়িয়ে নেওয়ার কথাও জানিয়েছেন।

নগরীর লক্ষীপুরের মিঠুর মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। ভবন নির্মাণ করছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

সেখানকার বাসিন্দারা জানান, গত দুইদিন থেকে সড়কের মধ্যে তিনি বালু ফেলে রেখেছেন। সড়কের পুরোটা দখল করেছে বালুতে। বালু মাড়িয়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু এই বালু সরিয়ে নিচ্ছেন না ডা. বুলবুল। এই বালু গোটা এলাকাতেও ছড়িয়ে যাচ্ছে। এ কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) সড়কে নির্মাণ সামগ্রী রাখতে বারবার নিষেধ করে আসছে। তবুও তাদের এই নিয়ম মানা হচ্ছে না।

সেখানকার বাসিন্দা সাংবাদিক রাশেদ রিপন বলেন, যেখানে বালু ফেলে রাখা হয়েছে সেখানে দিয়ে আমি আমার বাড়িতে প্রবেশ করি। বালু রাখার কারণে বাড়িতে প্রবেশ করাও যাচ্ছে না। ডা. বুলবুল দুইদিন থেকে এভাবে বালু ফেলে রেখেছেন।

কথা বলার জন্য নির্মিত ভবনে গেলে ডা. বুলবুলকে পাওয়া যায়নি। সেখানে তার মুঠোফোন নম্বর চাওয়া হলে সাংবাদিক পরিচয় শুনে কেউ আর দেয়নি।

রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এগুলোর কারণে ড্রেন থেকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশনের আইন আছে। কেউ নির্মাণ সামগ্রী ফেলে রাখতে পারে না। আর নির্মাণ সামগ্রী রাখলেও ভাড়া প্রদান করতে হয়। যদি সে না সরিয়ে নেয় তাহলে ম্যাজিস্ট্রেট এসে ব্যবস্থা নেবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে